এই মুহূর্তে কলকাতা

রেশনে কারচুপি আটকাতে, বৈদ্যুতিন ওজন যন্ত্র বসানোর কাজ শুরু খাদ্য দপ্তরের।

কলকাতা, ১২ মে:- রেশনে কারচুপি আটকাতে খাদ্য দফতর রাজ্যের একুশ হাজার রেশন দোকানে বৈদ্যুতীন ওজন যন্ত্র বসানোর কাজ শুরু করেছে। আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। ওই বৈদ্যুতীন ওজন যন্ত্র রেশন দোকানে থাকা ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। প্রত্যেক গ্রাহক কত খাদ্য় শস্য তুলছেন তা ওই যন্ত্রের মাধ্যমে খাদ্য দফতরের কেন্দ্রীয় সার্ভারে নথীভুক্ত হবে। এর ফলে রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ হবে এবং গ্রাহকেরা বরাদ্দ অনুযায়ী খাদ্য শস্য পাচ্ছেন কিনা তার ওপর কেন্দ্রীয় ভাবে নজরদারী করা সম্ভব হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে।

অন্যদিকে গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খাদ্য দফতর সারা রাজ্যে চোখের রেটিনা স্ক্যান করে আধার যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। আঙুলের ছাপ পরীক্ষা করার পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসাবে রেটিনা স্ক্যান করার এই প্রক্রিয়া চালু হয়েছে। একই সঙ্গে তৃণমূল স্তরে নজরদারী বাড়াতে খাদ্য দফতর নিজেদের অধিকরণ ও সদর দফতরের কর্মীদের জেলায় বদলির অধ্যাদেশ জারি করেছে। খাদ্য দফতরে বহু পরিষেবা অনলাইনে চালু হওয়ার ফলে সদর দফতরে কর্মীর প্রয়োজন কমাতেই জেলাস্তরে কর্মী ঘাটতি মেটাতে নতুন বদলী নীতি চালু হবে।