এই মুহূর্তে জেলা

গোলাবাড়ির হার ছিনতাইয়ের ঘটনায় বেলুড় থেকে ধৃত দুই ছিনতাইকারী।

হাওড়া, ১ নভেম্বর:- মহিলার হার ছিনতাইয়ের ঘটনার মাত্র ২ ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে গেল দুই ছিনতাইকারী। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার হরদত চামারিয়া রোডে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। রবিবার দুপুরে অভিযোগ জানান ওই মহিলা। এর মাত্র ২ ঘন্টার মধ্যেই বেলুড় থানা এলাকা থেকে ধরা পড়ে যায় দুই অভিযুক্ত। উদ্ধার হয় হার। পুলিশ জানিয়েছে, হরদত রাই চামারিয়া রোডে শনিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। এক মহিলা বাড়ি ফিরছিলেন। তাঁর হার ছিনতাই হয়। বাইকে করে ২ যুবক এসে হার ছিনতাই করে নিয়ে পালায়। সেই হার রবিবার দুপুরে উদ্ধার হয়। বেলুড় থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রাতে বাড়ি ফিরে গেলেও রবিবার দুপুরে থানায় অভিযোগ জানান ওই মহিলা। অভিযোগ দায়ের করার পরেই পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে। বিভিন্ন সোর্স কাজে লাগানো হয়। ২ ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতী তুষার বিসয়াল ও সুরজ যাদব ওরফে বান্টিকে গ্রেফতার করা হয়। দু’জনেই বেলুড় এলাকার স্থানীয় দুষ্কৃতী বলে জানা গেছে। এদের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। উদ্ধার হয়েছে ওই মহিলার ছিনতাই হওয়া সোনার হার। দুষ্কৃতীদের মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার এদের আদালতে তোলা হবে। শনিবার রাতে হাওড়ার গোলাবাড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসি নর্থ প্রভীন প্রকাশ।