এই মুহূর্তে জেলা

বিহারের সুপারি কিলার গ্রেফতার হাওড়ায় বালির এক আবাসন থেকে।

হাওড়া , ৩০ অক্টোবর:- বালি থানা এলাকার এক আবাসন থেকে গ্রেফতার হল বিহারের সুপারি কিলার রাহুল যাদব। ধৃতের বিরুদ্ধে খুন, ব্যাঙ্ক ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। বিহার এসটিএফ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে হাওড়া কোর্টে আনা হয়। সেখান থেকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বিহারে। এসটিএফ এর এক অধিকারিক এদিন জানান, ধৃতের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এই সুপারি কিলার বালিতে এসে কেন লুকিয়ে ছিল তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। উল্লেখ্য, বিহারে খুনের কেসে ফেরার ছিল এই রাহুল। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে বিহারের স্পেশাল টাস্ক ফোর্স। ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বিহার পুলিশ শুক্রবার ধৃতকে হাওড়া আদালত তোলে।

পুলিশ জানিয়েছে, ধৃত রাহুল যাদব বিহারের সিওয়ান জেলার একটি খুনের কেসের অভিযুক্র। ২০১৮ সালে ওই জেলায় একটি খুনের কেসে রাহুল যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে। ওই খুনের পর ওই এলাকা থেকে পালিয়ে এতদিন বালি জুট মিল চত্বরে বালি টাওয়ার আবাসনে ছিল রাহুল। সেই কেসে ফেরার রাহুলের নামে ওয়ারেন্ট জারি করেছিল বিহার পুলিশ। পুলিশ রাহুলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বালি টাওয়ারে হানা দেয় বিহার স্পেশাল টাস্ক ফোর্স। সেখান থেকে ধরা পড়ে রাহুল।