কলকাতা , ২৮ অক্টোবর:- গতকালের তুলনায় আরো একটু কমে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৯২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ৬১ হাজার ৭০৩ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ১৭ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯০ শতাংশ হয়েছে। গত ২৪ ঘন্টায় তিন হাজার ৯২৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে আরও ৬০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৯ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৮ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৬৬৪ জন। যার মধ্যে ২ হাজার ১৫৭ জন কলকাতা ও এক হাজার ৫২৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩৭ হাজার ১১১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৪ লাখ ২৫ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হলো।