এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার সোনামুখীতে বাস দুর্ঘটনায় আহত পাঁচ বাস যাত্রী ।


বাঁকুড়া, ২৮ অক্টোবর:- এবার বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার চুরামনিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বিষ্ণুপুর থেকে একটি বেসরকারি বাস বর্ধমানের দিকে যাচ্ছিল সেই সময় সোনামুখীর চুরামনিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে শাল গাছে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক চন্দ্র ঠাকুর, শেখ আরিফ, পূর্ণিমা বিশ্বাস, গোপী নাথ মুখার্জী ও হারু লোহার নামে পাচজন বাসযাত্রী।

গতিবেগ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের একাংশ দুমড়ে-মুচড়ে যায় সামনের চাকা খুলে অন্যত্র চলে যায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। পুলিশ গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে বাস চালক ও খালাসি পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ। গোপীনাথ মুখার্জি নামে এক আহত বাসযাত্রী বলেন, বাসচালক খারাপভাবে বাস চালাচ্ছিলেন যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।