এই মুহূর্তে জেলা

দুর্গা মন্ডপের লাইট ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

গোঘাট , ২২ অক্টোবর:- দুর্গা মন্ডপের লাইট ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাট ১নং ব্লকের রুঘবাটি অঞ্চলের সুলতানদিঘী এলকায়। সকাল থেকে এলকায় উত্তেজনা ছরায়।পূজা কমিটি সূত্রে জানা যায় গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করছে। যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি চাই দাবি করনেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মন্ডপে ছুটে আসেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার। থানায় লিখিত অভিযোগ জানান পূজা কমিটি। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।