কলকাতা , ১৬ অক্টোবর:- পুজোর আগে বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ফের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই তিন সদস্যের প্রতিনিধিদল রাজ্যের বিভিন্ন কোভিড প্রবণ জেলাগুলি ঘুরে দেখে মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। প্রতিনিধি দলে থাকছেন শিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রহৎসহন বিভাগের যুগ্ম সচিব মনমিত নন্দা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের অধ্যাপক ডক্টর একে মালিক, এইমস রায়পুরের অধ্যাপক ডক্টর সজল দে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে পর্যবেক্ষক দলের সদস্যরা পরিস্থিতি খতিয়ে দেখার পর রাজ্যকে কোভিড নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ, নজরদারি, নমুনা পরীক্ষা ইত্যাদির মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখার পর তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনাতে বসবেন এবং নিজেদের পর্যবেক্ষণ জানিয়ে একটি রিপোর্ট জমা দেবেন। এর আগে রাজ্যের করণা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চাপান উতোর তুঙ্গে উঠেছে। যদিও এখনো পর্যন্ত এই কেন্দ্রীয় দল বিষয়ে স্বাস্থ্য ভবন এর তরফ এ কোন বর্জ্য প্রতিক্রিয়া মেলেনি।