এই মুহূর্তে খেলাধুলা

রাজস্থান বধ করে শীর্ষে দিল্লি , চোট-আঘাতে আতঙ্কে ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক , ১৫ অক্টোবর:- ৯ অক্টোবর দিল্লির কাছে ৪৬ রানে হেরে গিয়েছিল রাজস্থান। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল স্টিভ স্মিথদের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছিল রাজস্থান শিবির। কিন্তু দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে রাজস্থান থামল ১৪৮ রানে।এই মরসুমে দ্বিতীয়বার দিল্লির কাছে হার রাজস্থানের। এই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে দিল্লি। এক সময়ে এক নম্বরেই ছিল শ্রেয়াস আইয়ারের দল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে দু’নম্বরে নেমে গিয়েছিল তারা। দুবাইয়ে জয়ের ফলে হারানো জায়গা আবার ফিরে পেলেন শিখর ধওয়নরা। 

এদিন দিল্লির জয়ের অন্যতম নায়ক হয়ে উঠলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শিখর ধাওয়ান। তাঁদের ব্যাটে ভর করে রান না উঠলে এদিন হার নিশ্চিত হয়ে যেত দিল্লির। ধওয়ান ৩৩ বলে ৫৭ রান করে আউট হন শ্রেয়াস গোপালের বলে। শ্রেয়াস আইয়ার ৪৩ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে এদিন অধিনায়ক হিসেবে দলের জয়ে বড় ভূমিকা নিলেও, শ্রেয়সের চোট নিয়ে চিন্তায় কোচ রিকি পন্টিং। রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময়ে কাঁধে চোট পেয়ে যন্ত্রণায় মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন শিখর ধাওয়ন। চোটের জন্য ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে অমিত মিশ্র, ইশান্ত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারকে। ঋষভ পন্থের চোটও উদ্বেগ বাড়িয়েছে দিল্লি শিবিরে। এ রকম পরিস্থিতিতে চিন্তা বাড়ালেন শ্রেয়াস। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল না শ্রেয়াসকে।