কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৭৩ হাজার ৬৭৯ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪০ হাজার ৭০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৩৪৮ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লক্ষ ৭৩ হাজার ৬৭৯ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে আরও ৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৯ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৬ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে ,রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ২৫৫ জন। যার মধ্যে এক হাজার ৭৮৩ জন কলকাতা ও এক হাজার ১৭৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৭ হাজার ৭১৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৪ লাখ ৩৮ হাজার ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হলো।