এই মুহূর্তে জেলা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার , ৩ অক্টোবর:- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার তাকে অসুস্থ অবস্থায় শিলিগুড়ির মাটিগারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, শনিবার সকালে তাঁর বাসভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান। এরপরই তাঁকে পরিবারের সদস্যরা শিলিগুড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল তাঁর সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে বুকে সমস্যা ধরা পড়েছে। সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হতে পারে। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন ধরেই তৃণমূলের নেতা ও মন্ত্রী।

বাম জমানায় যে সব তৃণমূল নেতারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের গঠনের সময় থেকেই তিনি ছিলেন দলের জেলা সভাপতি। পরিবর্তনের পরে তিনি মন্ত্রীও হন। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জেলায় দলের পরাজয়ের পরেই তাঁকে জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও তিনি এখনও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবেই কাজ করে চলেছেন। কিন্তু এখন প্রায় সত্তর বছরের মুখে দাঁড়ানো রবিবাবু এখনও জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে ছুটে বেড়ান এবং মানুষের পাশে দাঁড়ান তা অন্য কোন রাজনৈতিক নেতাদের মধ্যে তা নেই। তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্নতা ছড়িয়েছে রাজ্যের শাসক শিবির তথা তার অনুগামীদের।