এই মুহূর্তে খেলাধুলা

আবারও মেসি-রোনাল্ডো যুদ্ধ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- ঘোষিত হয়েছে চ্যাম্পিয়নস লীগের ড্র-এর ফলাফল। আর এতেই আনন্দের পারদ কয়েক গুন চড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।কারন চ্যম্পিয়ান্স লীগের গ্রুপ ‘জি’-তে রয়েছে বার্সেলোনা, জুভেন্টাস, ডায়নামো কিয়েভ এবং ফেরেঙ্কভারোস। অর্থাৎ গ্রুপ লীগেই মুখোমুখি হতে চলেছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এক সময় লা লিগায় হাড্ডাহাড্ডি লড়াই হত দুই বিশ্বসেরার মধ্যে আর তা দেখার জন্য মুখিয়ে থাকতো সারা বিশ্ব। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ দল ছেড়ে চলে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর থেকেই ক্লাব ফুটবলে মেসি-রোনাল্ডো লড়াই আর দেখতে পারেননি ফুটবলপ্রেমীরা।

কিন্তু এবার গ্রুপ লীগে বার্সেলোনা এবং জুভেন্টাস মুখোমুখি হওয়ার ফলে আবার ফুটবল মাঠে একসঙ্গে দেখা যাবে এই দুই মহাতারকাকে।বার্সেলোনা নাকি জুভেন্টাস শেষ হাসি হাসবে কে সেটাই এখন দেখার। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবার রয়েছে গ্রুপে ‘এ’ তে।তাদের গ্রুপে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রেড বুল সালসবার্গ এবং লোকোমোটিভ মস্কো। ইন্টার, শাখতার এবং বরুসিয়া মনচেনগ্লাডবাচের গ্রুপ ‘বি’ তে রয়েছে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।গ্রুপ ‘সি’ তে থাকা ম্যাঞ্চেস্টার সিটিকে খেলতে হবে অলিম্পিয়াকস, মারসেইলি ও পোর্তোর সাথে।