স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- শনিবাসরীয় আইপিএল ব্লকবাস্টারে ফের নাইটশো দেখার অপেক্ষায় সমর্থকরা। তবে কলকাতার আবেগ, প্রত্যাশা, সমর্থনকে ভেঙে চুরমার করে দিয়েছে কেকেআর এর প্রথম ম্যাচই। মুম্বই এর কাছে নিজেদের অসহায় চেহারা তুলে ধরেছিল দীনেশ কার্তিক এর টিম। ফলে শনিবারের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে নাইট অধিনায়ককে। কারণ বার-বারই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন গতবারের আইপিএল এর হারের পরেও শিক্ষা নেননি দীনেশ কার্তিক। চলতি মরসুমের প্রথম ম্যাচেই ফের বড় ব্যবধানে হার। ব্যাটিং অর্ডার সাজানো নিয়েও একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
দলের বড় হিটার আন্দ্রে রাসেলকে কেন আগে ব্যাটিং করানো হচ্ছে না? সেই উত্তর অজানা। ফলে শনিবারের ম্যাচ কার্তিকের অধিনায়কত্ব বাঁচানোর লড়াই বলেও মনে করছেন অনেকে। কারণ শোনা যাচ্ছে প্রয়োজনে আইপিএল চলাকালীনই অধিনায়ক বদল করা হতে পারে নাইট রাইডার্স এর। অধিনায়ক এর ব্যাটন উঠতে পারে ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগ্যান এর হাতে। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে একাধিক চ্যালেঞ্জ এর জবাব দিতে হবে দীনেশকে। তবে চলতি আইপিএলে কেকেআর ও হায়দরাবাদ দুই দলই একটি করে ম্যাচ হেরে এদিন আবুধাবিতে নামছে। আগের ম্যাচে বিরাট এর আরসিবি এর কাছে হেরে ব্যাকফুটে ডেভিড ওয়ার্নার এর ছেলেরা। আর দুই দলের শেষ ৫ ম্যাচের পরিসংখ্যান প্রায় সমান। গতবছর ও তার আগের বছর এই দুই দলের মধ্যে খেলায় একটি করে ম্যাচ জিতেছে দুই দলই। যদিও পরিসংখ্যান সমান থাকলেও, চলতি আইপিএলে হারের কাঁটা সরিয়ে কারা জয়ের মুখ দেখবে এখন সেটাই দেখার!