এই মুহূর্তে কলকাতা

করোনা থেকে মুক্তির পর যক্ষা পরীক্ষা বাধ্যতামূলক জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর।

কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- করোনা সংক্রমন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে রোগীকে বাধ্যতামূলক ভাবে যক্ষা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা রাজ্যের সব সরকার-বেসরকারি কোভিড হাসপাতাল কতৃপক্ষ এবং ল্যবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার যক্ষা পরীক্ষা করতে হবে বলে নির্দেশ উল্লেখ করা হয়েছে। দেশের মধ্যে এই রাজ্যে এমন নির্দেশ প্রথম বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন কোভিডে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাওয়ায় কিছুদিনের মধ্যেই যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমন থেকে মুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পরেই তাদের মধ্যে থেকে রাজ্যে ১৩২ জন যক্ষা রোগীর সন্ধান মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।