কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- করোনা সংক্রমন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে রোগীকে বাধ্যতামূলক ভাবে যক্ষা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা রাজ্যের সব সরকার-বেসরকারি কোভিড হাসপাতাল কতৃপক্ষ এবং ল্যবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার যক্ষা পরীক্ষা করতে হবে বলে নির্দেশ উল্লেখ করা হয়েছে। দেশের মধ্যে এই রাজ্যে এমন নির্দেশ প্রথম বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন কোভিডে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাওয়ায় কিছুদিনের মধ্যেই যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমন থেকে মুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পরেই তাদের মধ্যে থেকে রাজ্যে ১৩২ জন যক্ষা রোগীর সন্ধান মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
পঞ্চম দিনে আংশিকভাবে উঠলো কুড়মি অবরোধ।
কলকাতা, ৯ এপ্রিল:- টানা চারদিন জঙ্গনমহলের জেলাগুলি ছিল রেল ও সড়কপথে গোটা রাজ্য থেকে বিচ্ছিন্ন। পঞ্চম দিনে আংশিক ভাবে উঠল কুড়মি অবরোধ । তফশিলি অধিকারভুক্ত হতে এই বিক্ষোভ ও অবরোধের জেরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সাথে কলকাতা ও হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। জানা গিয়েছে, আন্দোলনের চাপে রাজ্যের মুখ্যসচিব চিঠি দেন কুড়মি সমাজের নেতাদের। অনুরোধ […]
বুধবার ফের অনুব্রতকে তলব সিবিআই এর।
কলকাতা, ৯ আগস্ট:- বুধবার আবারও তাঁকে ফের তলব করল সিবিআই। আগামীকাল বুধবার ফের গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। ই–মেলে পাঠানো হয়েছে চিঠি। সোমবার তাঁকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার […]
কাটমানি না দেওয়ায় হুমকি ঠিকাদারকে , পাল্টা কাজের মান নিয়ে বারবার বলায় সদস্যকেই হুমকি ওই ঠিকাদারের।
হুগলি , ১ অক্টোবর:- কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বারোজিবি এলাকার তৃণমূল সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার তৃণমূল সদস্য কৃষ্ণ কান্ত দাস জানান তার এলাকার একটি নর্দমা তৈরির কাজ ঠিক ভাবে না হওয়ার জন্য ঠিকাদার রাম প্রতাপ সিংকে অভিযোগ করেন। কিন্তু ওই ঠিকাদার তাকে এই বিষয়ে মাথা না গলানোর জন্য হুমকি দেন। পরে তাকে […]








