এই মুহূর্তে কলকাতা

সাগরদিঘীতে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মুর্শিদাবাদের সাগরদিঘীতে একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র গড়তে বাইশ কোটি টাকা খরচ হবে। এর থেকে এক লক্ষ সংযোগ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজকের বৈঠকে পুরোহিত কল্যাণ প্রকল্প সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।