এই মুহূর্তে জেলা

পথ কুকুরদের খাওয়ানোর অপরাধে প্রতিবেশীর হাতে নিগৃহীতা যুবতী , লিলুয়ায় চাঞ্চল্য।


হাওড়া , ২২ সেপ্টেম্বর:- রাস্তার পথ কুকুরদের দু’বেলা খাওয়ানোর অপরাধে এক মহিলার প্রতি অভব্য আচরণ ও তার যুবতী মেয়েকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ায়। গত শনিবার রাতে ঘটনাটি ঘটে স্থানীয় সূর্যনগর এলাকায়। এই ঘটনায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। নিগৃহীতা যুবতী দিয়া বর্ধনকে সোমবার রাতে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায়, কাঁধে ও আঙুলে চোট রয়েছে বলে অভিযোগ। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। দিয়ার মা কল্পনা বর্ধন বলেন, “গত প্রায় ৬ বছর ধরে আমি পাড়ার কুকুরদের দু’বেলা খাওয়াই। এই নিয়ে বারবার প্রতিবেশী এক বাড়ির তরফে আমাকে বাধা দেওয়া হচ্ছিল।

গত শনিবার রাতে প্রতিবেশী ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রথমে ইট ছোঁড়ার ঘটনা ঘটে। আমি বেরিয়ে প্রতিবাদ জানাই। তখনই প্রতিবেশী ওই ব্যক্তি লাঠি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে কুকথা বলেন। আমার মেয়ে দিয়া এর প্রতিবাদ জানালে তাকে টর্চারিং করা হয়। মারধর করা হয়। থানায় জানালে ফল ভালো হবে না বলে অভিযুক্তের বাড়ি থেকে রীতিমতো আমাদের হুমকি দেওয়া হয়। আমরা রাতেই লিলুয়া থানায় জেনারেল ডাইরি করি।” দিয়া বলেন, “ওই অভিযুক্ত ব্যক্তি শনিবার রাতে মদ্যপ অবস্থায় এসে আমাদের বাড়ির গেট ভাঙাভাঙি করেছে। মাকে অশ্লীল গালিগালাজ করেছে। আমি প্রতিবাদ করায় আমাকে লোহার রড দিয়ে মারধর করেছে।” এদিকে, এই ঘটনায় অভিযুক্তের বক্তব্য এখনও জানা যায়নি।