এই মুহূর্তে জেলা

উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি :- সায়ন্তন বসু ।

শিলিগুড়ি , ১৭ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নেন। তিনি বলেন যে উত্তর কোরিয়ার যিনি শাসক আছেন তার মাস্তাতো বোন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্যই এতো অত্যাচার হচ্ছে। কেন না তৃনমূলি স্টাইলে হত্যাকাণ্ড চলছে। খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আর বলো যে আত্মহত্যা করেছে। ১১৩ জন মারা গেছে। পুলিশকে সুপারি দিয়ে জেলায় পাঠানো হচ্ছে। যে একে খুন করতে হবে,এর বিরুদ্ধে মামলা করতে হবে, একে গ্রেফতার করতে। এটাই এখন পুলিশের কাজ। বাকি তো আর কোন কাজ নেই পুলিশের।

রাজ্য সরকার পৌরসভা নির্বাচন করতে চাচ্ছেন না তার কারণ তারা জানেন যে তারা হারবে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। বাংলা নারীপাচারে প্রথম স্থান অধিকার করেছে। অপরাধের ক্ষেত্রে শীর্ষে এখন বলবেন রিপোর্ট কোথায়। এফাআইআর হলেতো রিপোর্ট হবে। থানায় গেলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর এফআইআর যদি হতো বাংলা অপরাধের শীর্ষে থাকতো। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফরে আসছেন তিনি আসতেই পারেন। কিন্তু আমার একটাই অনুমান এটাকে রাজনীতি সভা করবেন না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সভা যেন না হয়ে যায়। আর পুলিশ অফিসারদের ডেকে কোন দোকানের চপ ভাল। সেইটা খেতে হবে সেইটা যেন পরামর্শ না দেন। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে সোজা চলে যান জলপাইগুড়ির উদ্দেশ্যে। সেখানে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।