বারাসাত , ১৫ সেপ্টেম্বর:- শিক্ষা ও কাজ বেহাল স্বাস্থ্যব্যবস্থা এই রাজ্যে এই দাবি নিয়ে বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জির কাছে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার ডেপুটেশন জমা দিল বারাসাত DYFI ও SFI ছাত্র যুব সংগঠন। তাদের মূলত দাবি, যেভাবে করোনা পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে তার প্রতিকার হিসেবে জরুরী পরিষেবার দিকে গুরুত্ব দান। মানুষ অসুস্থ হয়ে পড়লে মিলছেনা এম্বুলেন্স। দাবী,তার জন্য এলাকায় এলাকায় পাঁচটি করে এম্বুলেন্স দিতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত পরিকাঠামো গঠন করতে হবে।
তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রতিদিনই সাংবাদিক বৈঠক করে ভ্রান্তনীতি ও যমিথ্যা প্রচার করছেন শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে -তারই প্রতিবাদে আজকের বারাসাতে প্রাণকেন্দ্রে কলোনি মোড় থেকে বারাসাত পৌরসভা পর্যন্ত মিছিল মিছিল করে বাম যুব-ছাত্র সংগঠন। করোনা পরিস্থিতিতে বারাসাত পৌরসভা ঘুমিয়ে রয়েছে এমনটাই অভিযোগ করলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুদীপ্ত দাস। তিনি আরো বলেন বিগত পাঁচ বছর ধরে যারা কাউন্সিলার ছিলেন তারা এখন প্রোমোটারের সাথে যুক্ত হয়েছেন। বিভিন্ন বড় বড় প্রমোটিং এর ফাইন্যান্সের হিসাবে কাজ করছেন এই কাউন্সিলররা। এই দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়ে কি করে পৌরসভার প্রশাসকদের ঘুম ভাঙ্গাতে হবে তার টোটকা জানা আছে বাম ছাত্র যুব সংগঠনের, ঘোষণা সুদিপ্ত দাসের।