এই মুহূর্তে জেলা

শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে বিশেষ ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের।

 

হাওড়া,৭ ফেব্রুয়ারি:- আগামী শনিবার উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলামায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষ্যে সালকিয়া, বাঁধাঘাট, অরিবিন্দ রোড, জি টি রোড, সালকিয়া স্কুল রোড, বেনারস রোড সহ বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে এখানে। শুধুমাত্র এলাকার মানুষই নয়, এই স্নানযাত্রায় সামিল হন শহর ও শহরতলির মানুষজনও। অন্যান্য বছরগুলির মতো এবারেও নিবিঘ্নে এই স্নানযাত্রা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে হাওড়া সিটি পুলিশ। হাওড়ার ডিসি (উত্তর) অংশুমান সাহা জানিয়েছেন, যে রাস্তা দিয়ে স্নান যাত্রা হবে সেই রাস্তায় বসানো হচ্ছে ১০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। নজরদারি করা হবে দু’টি ড্রোন ক্যামেরার মাধ্যমে। এছাড়া ১৩০টি জায়গায় লাউড স্পিকারের মাধ্যমে প্রশাসনের তরফে ঘোষণা করা হবে। ছ’টি জায়গায় পুলিশ সহায়তা ক্যাম্পের ব্যবস্থা সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নানযাত্রার কারণে শনিবার দুপুর ১২টার পর থেকে সারাদিন বালি থেকে ফাঁসিতলা পর্যন্ত জি টি রোড এবং সালকিয়া স্কুল রোডের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। উত্তর হাওড়ার রাস্তাগুলিতে ভিড় সামলানোর জন্য বাঁধাঘাটে ফেরি সার্ভিসও বন্ধ থাকবে শুক্রবার দুপুরের পর থেকে।

There is no slider selected or the slider was deleted.


স্নানযাত্রার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোট ছ’কোম্পানি পুলিসকে কাজে নামানো হবে। অন্য জেলা থেকেও পুলিসকর্মীদের আনা হচ্ছে। এছাড়া থাকবে রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী। গত বছর থেকে এই নিয়ম চালু করা হলেও অনেকেই ডিজে বক্স নিয়ে শোভাযাত্রায় সামিল হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবারও শোভাযাত্রায় ডিজে বক্স সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ডিজে বক্স থাকলে তা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে। প্রায় ছ’কিলোমিটার রাস্তার মোড়ে মোড়ে থাকবে পুলিশি নজরদারি। মোট আট জায়গায় থাকবে মেডিক্যাল টিম। আগুন নেভানোর দমকলের ইঞ্জিনের আগাম ব্যবস্থা করা থাকবে এবং বিভিন্ন মোড়ে দমকলের ইঞ্জিন রাখা থাকবে। এই উৎসবে মহিলা ভক্তদের অংশগ্রহণ হয় খুব বেশি। তাই মহিলাঘটিত সব ধরনের অপরাধ আটকাতে থাকছে নানা ব্যবস্থা। সাদা পোশাকের মহিলা পুলিসকর্মী এবং অ্যান্টি রোমিও স্কোয়াডের কর্মীরা সব এলাকাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তারা পকেটমার ও ছিঁচকে চোরদের বিষয়টিও নজরে রাখবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.