এই মুহূর্তে জেলা

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রিষড়া ও শ্রীরামপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল।

তরুণ মুখোপাধ্যায় , ১৪ সেপ্টেম্বর:- যেভাবে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের উপর লাগাতার ভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় রিষড়া পৌরসভার সামনে থেকে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে। রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিস্র এবং প্রশাসক মন্ডলীর সদস্য জাহিদ হাসান খানের নেতৃত্বে মিছিলটি শহর পরিক্রমা করে। এ ব্যাপারে বলতে গিয়ে বিজয় সাগর মিস্র জানান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম ।যেভাবে নরেন্দ্র মোদি সরকার অর্থনৈতিকভাবে রাজ্যকে বঞ্চনা করছে আমরা তার তীব্র নিন্দা করছি। গরিব কল্যাণ যোজনা জিএসটি সহ সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার। আজকের এই মিছিলে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা পা মেলান।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার কো-অর্ডিনেটর শীতল ঘটক, শুভজিত সরকার, অভিজিৎ দাস, হর্ষ ব্যানার্জি, টিকু মিস্র ,সন্ধ্যা দাস এবং পৌলোমী চক্রবর্তী। রিষরা পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি এনএস রোড, এনকে ব্যানার্জি রোড, জি টি রোড সন্ধ্যাবাজার হয়ে ওয়েলিংটন জুট মিলের সামনে এসে শেষ হয়। অন্যদিকে শ্রীরামপুর পৌর এলাকাতেও রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল বের হয়। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের নেতৃত্বে এই মিছিলটি শ্রীরামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলের শেষে দিলীপ যাদব জানান কেন্দ্রীয় সরকার যেভাবে একের পর এক গণতান্ত্রিকভাবে রাজ্যকে তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে জিএসটি গরিব কল্যাণ যোজনা সর্বক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার রাজ্য। তাই আজকে জেলাজুড়ে আমরা নরেন্দ্র মোদি সরকারের এই বিমাতৃসুলভ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।