কলকাতা , ৭ সেপ্টেম্বর:- নারকেলডাঙ্গা ক্যানেল স্ট্রীট খালের ধারে অস্থায়ী ঝুপড়ি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা 30 থেকে 40 টি পাঁচটায় ঝুপড়ি আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভোর পাঁচটা নাগাদ অস্থায়ী ঝুপড়িতে আগুন লাগে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও জঙ্গলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বোস। গায়ে গায়ে লেগে থাকা ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে।
এই সময় সামনে থাকা একটি ইলেকট্রিক ট্রান্সফরমারে আগুন লেগে ফেটে যায়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঝুপড়িগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। স্থানীয় মানুষ ও বস্তিবাসীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পড়ে সেখানে দমকলের আরও ৩টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছন দমকলমন্ত্রী। তবে তিলে তিলে জমানো টাকা-পয়সা ও জীবনের সঞ্জয় পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। বেলার দিকে নিভে যাওয়া আগুনের ছাই হাতড়ে বেঁচে যাওয়া সামগ্রী খুঁজছেন সর্বস্য হারানো মানুষজন।