হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরে বিমান সেবিকাকে হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। তিনি নাকি কোভিড কেরিয়ার। এলাকায় করোনা ছড়ানোর অভিযোগে হেনস্থা পর্যন্ত করা হয় সুদীপা অধিকারী নামের ওই বিমানসেবিকাকে। গত সপ্তাহে কাজ থেকে ফেরার সময় বাড়ির সামনে কুকুরদের খাওয়ানোর সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তিনি পুরো বিষয়টি মেল মারফত হাওড়ার সিটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, করোনা আতঙ্কের জেরেই প্রতিবেশীদের রোষের মুখে পড়েন ওই বিমানসেবিকা ও তাঁর পরিবার।
গত বৃহস্পতিবার থেকে কার্যত ঘরবন্দী রয়েছেন তাঁরা। ঘটনা হাওড়ার শিবপুরের নীলরতন মুখার্জি লেনের। সুদীপাদেবীর দাবি গত ২৮ তারিখ থেকে কলকাতায় বিমান চলাচল শুরু হতে সমস্ত কোভিড-বিধি মেনে তাঁরা ডিউটি শুরু করেছেন। কিন্তু তারপর থেকেই প্রতিবেশীরা বেসরকারি বিমান সংস্থার কেবিন-ক্রু পদে কর্মরত ওই তরুণীর উপর নানাভাবে চাপ দিতে শুরু করে। তাঁর থেকে এলাকায় করোনা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় তাঁকে এবং তাঁর বাবা-মাকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেন প্রতিবেশীরা। কিন্তু তা সত্বেও তিনি প্রতিবেশীদের হুমকি উপেক্ষা করেও কাজে যাচ্ছিলেন। তার বাবা-মাও প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া আসা করতেন। এই নিয়ে তাদের একাধিকবার প্রতিবেশীদের হুমকির মুখেও পড়তে হচ্ছিল তাঁদের গোটা পরিবারকে।
বুধবার ডিউটি থেকে ফিরে ওই তরুণী বাড়ির সামনে পথ কুকুরদের খাওয়াতে গেলে কয়েকজন প্রতিবেশী তাঁকে নিগ্রহ করতে আসে বলে অভিযোগ। এইভাবে তিনি প্রকাশ্যে ঘোরাঘুরি করলে এলাকায় করোনা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় তারা তাঁকে বাড়ি থেকে বেরনো যাবে না বলে শাসায়। নইলে তাদের পাড়া ছাড়া করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই তরুণী প্রতিবাদ করলে তাঁকে তখন নিগ্রহও করা হয় বলে তাঁর দাবি। এরপর থেকেই তাঁরা কার্যত ঘরবন্দী রয়েছেন। এমনকী তাঁর বাবাকেও এলাকায় দোকান-বাজার করতে যেতে দেওয়া হচ্ছে না। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন বিমানসেবিকার পুরো পরিবার।