এই মুহূর্তে জেলা

ক্ষমতায় এলে পুলিশ ও গুন্ডাদের কড়ায়-গন্ডায় হিসাব চুকিয়ে নেওয়ার নিদান দিলীপ ঘোষের।


ব্যারাকপুর , ৬ সেপ্টেম্বর:- এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে হামলাবাজ পুলিশ ও তৃনমূলী গুন্ডাদের কড়ায়-গন্ডায় হিসেব চুকিয়ে নেওয়ার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে পানিহাটির বোর্ডঘর এবং ঘোলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে হুমকির শুরে এমনই হুশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবুর এহেন বিতর্কিত বক্তব্যে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। এদিনের অনুষ্ঠানে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন,মিথ্যা মামলায় দলীয় কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এখানে গণতন্ত্র বিপন্ন। সাংবাদিকদেরও নিস্তার মিলছে না। তাদের জেলে পুড়ে দেওয়া হচ্ছে।

তাই গণতন্ত্র রক্ষা করতে বিজেপি ময়দানে নেমেছে। এদিন দিলীপবাবু ক্ষোভের সঙ্গে বলেন,বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। তৎসত্ত্বেও এখানে মহিলারাই সুরক্ষিত নন। বাংলার চতুর্দিকে মহিলারা অত্যাচারের শিকার হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মেনে রাজ্যে লকডাউন প্রসঙ্গে তিনি বলেন,১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা। অথচ ১১ ও ১২ সেপ্টেম্বর বাংলায় রাজ্য সরকার সম্পুর্ন লকডাউন ঘোষণা করেছেন। দূরদূরান্তের জেলাগুলিতে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা কেন্দ্রে আসবে? তার দাবি,বিজেপি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে।