এই মুহূর্তে জেলা

রাজ্য খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ তাদের বিপনন ও বিক্রির জন্য বীরভূম জেলায় একটি ডেডিকেটেড হাব তৈরির সিদ্ধান্ত ।

বীরভূম , ১ সেপ্টেম্বর:- রাজ্য খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ তাদের বিভিন্ন পণ্য উৎপাদন, বিপনন ও বিক্রির জন্য বীরভূম জেলায় একটি ডেডিকেটেড হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বীরভূমের লাভপুরে খেস, শাল পাতা এবং মসলিন শিল্পের বিভিন্ন পণ্যের বিকিকিনির জন্য এই হাভ তৈরি করা হবে বলে বিভাগীয় মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন। লাভপুরের প্রায় ১২ টি গ্রামের ৫০০ জন শিল্পী খেসে তৈরি শাড়ি, বেড কভার পর্দা সহ বিভিন্ন পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত।

মূলত তাদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করে জীবনযাত্রার মানোন্নয়ন এবং এই শিল্পে উৎসাহ দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে তিনি জানান। পাশাপাশি তাদের কাজের মানকে আরও উন্নত করতে খাদি পর্ষদ তাদের পরিকাঠামো এবং প্রশিক্ষণ দেওয়ার ও উদ্যোগ নিয়েছে। পাশাপাশি একি জায়গা থেকে শালপাতা এবং মসলিন পণ্যের বিপণনের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য রাজ্য সরকার তিন কোটি টাকা বরাদ্দ করেছে। স্থানীয় এইসব হস্তশিল্প কে কেন্দ্র করে সেখানে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র করারও পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানান।