এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ১১৯টি উদ্বাস্তু কলোনির ২০ হাজার মানুষের হাতে জমির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।


কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের ১১৯টি উদ্বাস্তু কলোনির আরো ২০ হাজার মানুষের হাতে জমির মালিকানা সত্ত হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৫ হাজার বাসিন্দার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আরও প্রায় সাড়ে ৬ হাজার নামের তালিকা প্রস্তুত করার কাজ চলছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে। তালিকা তৈরির কাজ শেষ হওয়ার পর তা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপরেই মালিকানা স্বত্ব হস্তান্তরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে ।

উল্লেখ্য গত বছর মার্চ মাসে রাজ্য সরকার ৯৪ টি উদ্বাস্তু কলোনির জমির সত্ব সেখানকার বাসিন্দাদের হাতে তুলে দেন। কোবিড পরিস্থিতির মধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকেরা সমীক্ষার কাজ শেষ করেছেন। দপ্তর সূত্রে জানা গিয়েছে ১১৯ টি উদ্বাস্তু কলোনির মধ্যে কলকাতা লাগোয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ার প্রায় সাড়ে তিন হাজার মানুষকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ এর ফলে উপকৃত হবেন। তবে মালিকানা স্বত্ব পাওয়ার পরে ওইসব জমির প্রাপকরা ১০ বছর পর্যন্ত তা বিক্রি করতে পারবেন না।