এই মুহূর্তে জেলা

সম্পূর্ণ লকডাউন নিয়ে অনড় রাজ্য , ৭,১১, ১২ সেপ্টেম্বর জারি থাকছে লকডাউন জানাল নবান্ন।

নবান্ন , ৩১ আগস্ট:- আগামীকাল থেকে শুরু হতে চলা আনলক ফোর পর্বে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র। তাদের সঙ্গে আলোচনা না করে লকডাউন জারি করা যাবে না বলে নিদান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে সরব হয়েছে বিরোধীরা। একই সঙ্গে রাজ্যে করোনা মোকাবিলা কৌশল নিয়ে পদক্ষেপ স্থির করতে তারা যে কেন্দ্রের হস্তক্ষেপ মানবে না তা আজ স্পষ্ট করে দিল নবান্ন। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতোই এই মাসেও তিনদিন সম্পুর্ন লকডাউন হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক ফোরের গাইড লাইন অন্যান্য ক্ষেত্রে মেনে চলা হবে বলে জানানো হয়েছে।

এদিন নবান্নের তরফে আনলক ফোর পর্বের নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে করোনা সংক্রমনে লাগাম টানতে কন্টেইনমেন্ট জোনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাবতীয় বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে কন্টেইমেনট এলাকার বাইরে কেন্দ্রের গাইডলাইন মোতাবেক ছাড় মিলবে। ২১ তারিখ থেকে খোলা যাবে ওপেন এয়ার থিয়েটার। আট তারিখ থেকে মেট্রো চলোচলেরও অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু স্কুল কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক ইত্যাদি বন্ধই থাকছে।রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতেও থাকছে আগের মতই বিধি নিষেধ। এর পাশাপাশি আগামী ৭, ১১,১২ ই সেপ্টেম্বর রাজ্যে সম্পুর্ন লকডাউন বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।