স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- ষষ্ঠবারের জন্য ইউরোপ সেরার শিরোপা উঠল বায়ার্ন মিউনিখের মাথায়। চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পিএসজি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতে নিল বায়ার্ন। অন্যদিকে তীরে এসেও তরী ডুবল প্যারিস সা জাঁ-র। অঘটন ঘটার মতো একাধিক পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। বিশেষ করে প্রথমার্ধে নেইমার কিংবা এমবাপে নিজেদের নামের প্রতি সুবিচার করলে পরিষ্কার দু’গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল ফ্রান্সের দলটির। একটি ক্ষেত্রে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে নেইমারের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন ৬ ফুট ৪ ইঞ্চির নুয়ের। আরেকটি ক্ষেত্রে গোলের সামনে এমবাপের দুর্বল ফিনিশ ভীষণভাবে চোখে লাগল। পক্ষান্তরে প্রথমার্ধটা বল দখলে রেখে খানিকটা যেন জল মাপছিলেন কিমিচ, লেওয়ানদোস্কিরা।
মাঝমাঠে সংঘবদ্ধতার অভাবে সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেল নেইমারদের। সেমিফাইনালের নায়ক দি মারিয়া নিষ্প্রভই রইলেন। সেই সুযোগে পরিকল্পিত আক্রমণে ৫৯ মিনিটে কাজের কাজটা করে গেল বায়ার্ন শিবির। কিমিচের সেন্টার বক্সের মধ্যে কোম্যানের মাথায় গিয়ে পড়তেই ড্রপ শটে কেইলর নাভাসের নাগাল এড়িয়ে তা জড়িয়ে গেল জালে। তবে পুনরায় গোল হজম না করে প্রতি-আক্রমণে যায় পিএসজি। গোল খেয়ে হতোদ্যম না হয়ে পড়ে নেইমারদের প্রচেষ্টায় উপভোগ্য হয়ে ওঠে ফাইনাল। তবে চেষ্টা সফল হয়নি নেইমারদের। ১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।