এই মুহূর্তে জেলা

আগামী মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে পাওনা সব সাইকেল তুলে দিতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর।


নবান্ন , ২৪ আগস্ট:- করোনা আবহে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকলেও আগামী মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে পাওনা সব সাইকেল তুলে দিতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই ২৪ পরগনা ,হাওড়া ও হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়ে বলেন চলতি বছরে এখনো পর্যন্ত যে ২ লক্ষ সাইকেল বিলি করা হয়নি তা আগামী মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই প্রকল্পে আগামী তিন বছরে যে ১২ লক্ষ সাইকেল এর প্রয়োজন হবে তার জন্য তিনি এখানে একটি সাইকেল কারখানা তৈরীর কথা বলেন।

কোন সংস্থা এই বিষয়ে আগ্রহ দেখালে তাদের বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া ছাড়াও সব সাইকেলের বরাত তাদের দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি উৎপাদিত সাইকেলের গুণমান ও তা বিলি করার ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে রাজ্য সরকার কোনো আপস করবে না বলেও তিনি স্পষ্ট জানান। উল্লেখ্য এই প্রকল্পে কয়েকটি জেলায় ছাত্র-ছাত্রীদের হাতে বেশ কিছু খারাপ সাইকেল বিলি করা হয়েছে বলে অভিযোগ আশায় বৈঠকে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আগামী বুধবার থেকে কন্যাশ্রী, ঐক্যশ্রীর মত রাজ্য সরকারের বিভিন্ন জন পরিষেবা প্রকল্পে প্রাপ্ত সুবিধা বাবদ অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানো শুরু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।