স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- সৌদি আরবে চলতি বছরের আইপিএল এর ঢাকে কাঠি পড়তে এখনও বাকি বেশ কিছুদিন। তবে তার আগেই আগামী বছরের আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় জানান নভেম্বরে আইপিএলের ১৩ তম মরশুম শেষ হওয়ার পর ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে কোহলি অ্যান্ড কোং। সেখান থেকে দেশে ফিরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে বাইশ গজের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। আর তারপরই এপ্রিলে শুরু হবে আইপিএল ১৪ (IPL 14)।
আগামী ক্যালেন্ডার ইয়ারের গোটাটাই ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডকে দিয়েই মহামারী পরবর্তী আন্তর্জাতিক সিরিজ শুরু হবে ভারতে। বিশেষ জোর দেওয়া হবে ঘরোয়া ক্রিকেটেও বলে জানিয়েছেন সৌরভ। ক্রিকেটারদের সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করেই এগোনো হবে। তবে চলতি বছরে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন করা কতটা সম্ভব হবে তা করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সৌরভ। পরিস্থিতির উন্নতি হলে ঘোষিত সূচি অনুযায়ী নভেম্বর থেকেই শুরু হবে ঘরোয়া ক্রিকেট। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন ২০২১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ৫০ ওভার এর একদিনের ক্রিকেট বিশ্বকাপ।