এই মুহূর্তে জেলা

নিম্নচাপে ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের , বাজারের দাম আগুন হবে বলে আশঙ্কা বিক্রেতাদের।

হুগলি , ২১ আগস্ট:- বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন গতকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি । তারউপর দুদিন লকডাউন । ফলে মাঠের সবজি মাঠেই পড়ে রয়েছে । ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের । দুদিনের লকডাউন উঠে গেলে দাম বৃদ্ধির সম্ভাবনা বাজারে । এমনিতেই বাজারে কাঁচা সবজির দাম আগুন রয়েছে । তার উপর বৃষ্টি ও দুদিনের লকডাউন আরো পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা বিক্রেতাদের । পটল , ঝিঙে , করলা , ঢেঁড়শ সহ বিভিন্ন শাকসবজির ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে ।

বিশেষ করে আশ্বিন মাসে যে চটজলদি কপি চাষ হয় , তার চারা গাছ ক্ষতি হয়েছে , তবে এই বৃষ্টি আমন ধানের চাষের পক্ষে ভালো হবে জানিয়েছে কৃষকরা । দুদিনের লকডাউনের কারণে জমিতে নষ্ট হচ্ছে ফসল। ফলে লকডাউন উঠলেই সবজির বাজারের দাম আগুন হবে বলে জানিয়েছে খুচরো বাজারের বিক্রেতারা । বিশেষ করে নটে শাক , লাল শাক , পালং শাকের দাম আরো বাড়বে। একদিকে আমফানে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে চাষীরা , পাশাপাশি এই নিম্নচাপের ফলে আরো ক্ষতির মুখে তারা। নতুন করে কোনো ফসল উৎপাদন যেমন হ বে না , যেটা ছিল সেটাও শেষ হয়ে যাবে । এই সময় সরকারের সাহায্যের দিকেই তাকিয়ে আছে কৃষকরা।