হাওড়া , ১৫ আগস্ট:- দেশের ৭৪তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও। সকাল থেকেই জেলার সর্বত্র স্বাধীনতা দিবস উদযাপিত হয়। প্রশাসনিক দফতরগুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকালে কদমতলায় দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “১৪ আগস্ট মধ্যরাত থেকেই অন্যবার অনেক অনুষ্ঠান হয়।এবার কোভিড পরিস্থিতিতে অনেক অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে। ১৫ আগস্টে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই এবার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।” উল্লেখ্য, এদিন সকালে ওই অনুষ্ঠানে সমবায় মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে একটি অডিও ভিস্যুয়াল অ্যালবাম প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন অনুপ্লব ঘোষ, বিশ্বতানের পক্ষে সংযুক্তা দে। ওই অ্যালবাম প্রসঙ্গে তৃণমূল নেতা অনুপ্লব ঘোষ বলেন, হাওড়া জেলার সকল তৃণমূল কংগ্রেস সহযোদ্ধাদের অনুপ্রেরণাকে পাথেয় করেই আমরা এই অডিও ভিজ্যুয়াল অ্যালবামটি তৈরি করেছি।
দেশজুড়ে শাসকদল যখন আমাদের বীর সেনা জওয়ানদের রক্তাক্ত আত্মবলিদানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে উদ্ধত, তখন এই গানের মধ্যে দিয়েই সেই জওয়ানদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানিয়েছি।অন্যদিকে, এদিন ৭৪তম স্বাধীনতা দিবসে হাওড়া পৌর নিগমের ২২ নং ওয়ার্ডের প্রাক্তন মেয়র পারিষদ দিব্যেন্দু মুখার্জীর নেতৃত্বে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস থেকে প্রায় ২০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন। এর পাশাপাশি কোভিড পরিস্থিতিতে ১৪আগষ্ট শুক্রবার সন্ধ্যায় কদমতলা বাসস্ট্যান্ডে “আমরা হাওড়া” র উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শতাধিক রক্তদাতা এখানে রক্তদান করেন। হাওড়ার বিশিষ্ট নাগরিক চিত্রকর নিখিলেশ দাসকে “হাওড়া রত্ন ” প্রদান করা হয়। এছাড়া হেলমেট বিতরণ, মাস্ক বিতরণ, চারাগাছ দেওয়া হয়। অনুষ্ঠানে কোভিড যোদ্ধা পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকদের সংবর্ধিত করা হয়। অন্যদিকে, শনিবার স্বাধীনতা দিবসের সকালে হাওড়ার বিজেপি সদর কার্য্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন হাওড়া পুরসভা, হাওড়া জেলা প্রেস ক্লাবেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়।