এই মুহূর্তে জেলা

কাল স্বাধীনতা দিবস। হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি। বাড়ল নিরাপত্তা।


হাওড়া , ১৪ আগস্ট:- দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া স্টেশনে । শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি চালানো হয় । জিআরপি , আরপিএফ ও সিআইডি বম্ব স্কোয়াডের যৌথ উদ্যোগে ট্রেনে তল্লাশি হয়। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশন চত্বর সহ পার্কিং এলাকায় সিকিউরিটি চেকিং হয় । মেটাল ডিটেক্টরের সাহায্যে যাত্রীদের মালপত্র তল্লাশি করা হয় । ছিল রেল পুলিশের স্নিফার ডগ । এবার করোনার জেরে পরিস্থিতি অন্যরকম হলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশন চত্বরে। এদিন স্টেশন চত্বর ঘুরে দেখেন রেলের পদস্থ কর্তারা।