এই মুহূর্তে জেলা

এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১২ আগস্ট:- এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়। মঙ্গলবার কোলকাতা নিবাসী এক ব্যাক্তির মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। জীবিত অবস্থায় ধার্মিক ওই ব্যাক্তি নিজের মৃত্যুর পর হুগলির ইমামবাড়া সন্নিকটে তাঁর দেহ দাফন করার ইচ্ছা পরিবারকে জানিয়ে রেখেছিলো । পরিবারের কাছ থেকে সেকথা জানার পর সরকারী উদ্যোগে তাঁর দেহ ইমামবাড়ার আওতাভুক্ত চুঁচুড়ার কারবালায় নিয়ে আসে। কিন্তু স্থানীয়রা কারবালায় কোলকাতার বাসিন্দার মৃতদেহ কবর দিতে বাঁধা দেয় । এই নিয়েই শুরু হয় চাপান উতোর ।

ইমামনাড়া এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরাও সেখানে ওই দেহ কবর দিতে বাঁধা দেয়। এরপর ইমামবাড়ার সামনে কয়েকশো মানুষ জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন । তাঁদের দাবী ছিলো কোভিড আক্রান্ত কোলকাতার ওই বাসিন্দার দেহ চুঁচুড়ায় কবর দেওয়া যাবে না। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বেশকিছুক্ষন পুলিশের সাথে বাগবিতন্ডার পর পুলিশ লাঠি উচিয়ে এলাকা ফাঁকা করে। এরপর গভীর রাত আড়াইটা নাগাদ নাগাদ পুলিশ ইমামবাড়া সংলগ্ন একটি কবর স্থানে ওই মৃতদেহ দাফন করে। যদিও এলাকাবাসীরা কোলকাতার ওই বাসিন্দার দেহ সেখানে কবর দেওয়া মেনে নিতে পারছেন না।