এই মুহূর্তে খেলাধুলা

স্যোশাল মিডিয়ায় বড় চমক চাহালের ! শুভেচ্ছা টিম ইন্ডিয়ার।


স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- করোনা আতঙ্কে যখন কাঁপছে গোটা বিশ্ব ঠিক তখনই ভারতীয় দর্শকদের বিরাট বড় চমক দিলেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল । কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সতেজ থেকেছেন যুজবেন্দ্র চাহাল । ভারতীয় স্পিনারকে নিয়ে নানা ঠাট্টা তামাসা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ অন্যান্য ক্রিকেটার এবং নেটিজেনরা। এরই ফাঁকে চাহাল যে চুটিয়ে প্রেমও করে চলেছেন , তা হয়তো কেউ ধারণার মধ্যেই আনতে পারেননি । দলের সতীর্থদের সঙ্গে ভিডিও চ্যাটে তিনি বারবারই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন ।

অথচ আচমকাই ধনশ্রী বর্মার সঙ্গে নিজের বাগদান পর্ব সেরে সোশ্যাল মিডিয়ায় সেরা চমক দিলেন চাহাল । টুইটারে এই সুখবর নিজেই দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। নিজের ভাবি স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের ছবি পোস্ট করে যুজি লিখেছেন , ‘পরিবারের সঙ্গে আমরা বললাম হ্যাঁ’। পাজামা-পাঞ্জাবী পরিহিত চাহালের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের। যুজবেন্দ্র চাহল নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শিখর ধাওয়ান, কেএল রাহুল থেকে ব্যাটসম্যান সুরেশ রায়না অন্যান্যরা। চাহালের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও লেগ স্পিনারকে অভিনন্দন জানিয়েছে।