স্পোর্টস ডেস্ক , ২ জুলাই:- নভেম্বরেই হতে চলেছে মেয়েদের আইপিএল । রবিবার ছেলেদের আইপিএল নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের জরুরী বৈঠক। আমিরশাহীতে হতে চলা আইপিএল নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হবে । তার আগে মেয়েদের আইপিএল নিয়ে সুখবর জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি জানান ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা আইপিএল নিয়ে ভাবছি । মহিলা আইপিএলেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে । আমিরশাহীতে মেয়েদের আইপিএল হবে ।’ মেয়েদের আইপিএল বা উইমেন চ্যালেঞ্জার্স সিরিজ নামে পরিচিত এই টুর্নামেন্ট আমিরশাহীতে কবে থেকে হতে পারে , তা জানিয়ে সৌরভ বলেন ,
‘১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পরিকল্পনা করা হয়েছে । ‘ টুর্নামেন্ট শুরুর আগে মহিলা ক্রিকেটারদের নিয়ে দুবাইয়ে ক্যাম্প হতে পারে বলেও বোর্ড সভাপতি জানিয়েছেন । মহিলা আইপিএলকে মাথায় রেখে অক্টোবর থেকে ক্যাম্প শুরু হতে পারে । বোর্ড সভাপতি সৌরভ ১০ দিনের মহিলা আইপিএলের ঘোষণা করার পর প্রতিক্রিয়া বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ঝুলন । ভারতীয় মহিলা দলের সিনিয়ার তারকা পেসার লিখেছেন , ‘বিসিসিআই ও দাদাকে অনেক ধন্যবাদ । মহিলা ক্রিকেটের উন্নতির জন্য এবছর মেয়েদের আইপিএল হওয়াটা খুবই জরুরী ছিল । মাঠে নামার জন্য মুখিয়ে রইলাম।’