এই মুহূর্তে জেলা

হাওড়া সিটি পুলিশের সাফল্য। ১২ ঘন্টায় উদ্ধার চোরাই গাড়ি। ধৃত ১।

হাওড়া , ৩০ জুলাই:- চুরির ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ধরা পড়ল অভিযুক্ত। বুধবার এই ঘটনা ঘটেছে হাওড়ার চ্যাটার্জিজাট এলাকায়। পুলিশ জানায়, বুধবার সকালে তাঁদের কাছে একটি মাহিন্দ্রা সুপ্রো গাড়ি চুরির অভিযোগ করেন সঞ্জিত দাস। এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির কোনদিকে গেছে জানতে পারেন তদন্তকারীরা। সেইমত রাস্তায় লাগানো সিসিটিভির ফুটেজ দেখে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তল্লাশি চালিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ। সাথে গাড়ি চুরির দায়ে মঈনুদ্দিন গাজি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।