এই মুহূর্তে জেলা

রানাঘাটে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে বিক্ষোভ বাসিন্দাদের।

নদিয়া , ২৮ জুলাই:- খেলার মাঠ দখলকে কেন্দ্র করে চাপা ক্ষোভে সৃস্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর খেলার মাঠ এলাকায় । স্থানীয় সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই খেলার মাঠে স্থানীয় যুবকেরা খেলাধুলা থেকে পুজো পার্বন সব কিছুই করে আসছে। পাশে রয়েছে একটি কবরস্থান । অনেক মুসলিম ধর্মের মানুষ তারা এই মাঠে নামাজও পড়েন ।

কিন্তু বেশ কিছুদিন ধরে স্থানীয় মানুষজনরা জানতে পারে ওই খেলার মাঠটি কে বা কারা গোপনে একধরনের প্রোমোটার চক্রের হাতে বিক্রি করে দেবার চক্রান্ত চলছে । এই খবর শুনে সোমবার বিকেলে স্থানীয় পাড়া প্রতিবেশী, মেম্বার,প্রাক্তন বিধায়ক , উদিয়মান ফুটবল খেলোয়াড় সহ বাড়ির মহিলারাও প্রতিবাদে ছুটে আসেন । এদিন ওই মাঠে স্থানীয় সকলের সহজোগিতা চেয়ে মাইকিং করা হয় জাতে ওই মাঠ বিক্রি না হয় । প্রয়োজন হলে তারা প্রশাসনিক স্তরে বিষয়টি জানাবেন । তাতেও কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন । এদিন প্রচুর মানুষজন তাদের পাড়ার এই খেলার মাঠ কিছুতেই বিক্রি হতে দেবেন না।