এই মুহূর্তে জেলা

হাওড়ার মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজারেও এবার জোড়-বিজোড় পদ্ধতি চালু হতে চলেছে।

হাওড়া , ২৮ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাওড়ার মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নেয় জুলাই মাসের বাকি দিনগুলো বন্ধ থাকবে হরগঞ্জ বাজার। দীর্ঘদিন বন্ধ থাকার পরে সপ্তাহখানেক আগেই সপ্তাহে চার দিন বাজার খোলা রাখার পরিকল্পনা করে ব্যাবসায়ী সমিতি। তারপরেই এই বাজারের পিছনের একটি রাস্তা শম্ভু হালদার লেনকে কোভিড সংক্রমণ ছড়ানোর কারণে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। তার জেরেই এই মাসের বাকি দিনগুলোতে এই বাজার সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। অরবিন্দ রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী জানান, রবিবার স্থানীয় মালিপাঁচঘড়া থানায় পুলিশ আধিকারিকদের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৩১শে জুলাই থেকে জোড়-বিজোড় পদ্ধতিতে রোজ ৫০ শতাংশ দোকান খোলা হবে।

শম্ভু হালদার লেনে থাকা এই বাজারের চারটি গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়াও সবজি বাজার, মাছ বাজার, ও মুদিখানা ও দশকর্মা বাজারে ঢোকা ও বেরনোর জন্যে আলাদা আলাদা গেট ব্যবহার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রত্যেক গেটে ব্যাবসায়ী সমিতির লোক থাকবে। হরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে সোমনাথ সাউ জানান, একমাত্র মাস্ক পরে আসা ক্রেতারাই বাজারে ঢুকতে পারবেন। গেটে থাকা সমিতির প্রতিনিধিরা ক্রেতাদের হাতে স্যানিটাইজার দেবেন। এমনকি থার্মাল গান দিয়ে তাঁদের শরীরের তাপমাত্রাও মেপে তবেই ভেতরে যেতে দেবেন। সামাজিক দূরত্ব-বিধি নজর রাখবেন। উল্লেখ্য, রবিবার বৈঠকে বাজারের একটি নকশা দিয়ে পুলিশ আধিকারিকদের বিষয়টি বুঝিয়ে দেন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। এরপরেই সর্বসম্মতিক্রমে বাজারটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।