এই মুহূর্তে জেলা

পবিত্র ত্রিবেণী ঘাটের জল দিয়েই প্রধানমন্ত্রীর হাতে সূচনা হবে রামমন্দিরের।

সুদীপ দাস , ২৬ জুলাই:- আগামী ৫ই আগষ্ট উত্তর প্রদেশের অযোধ্যয় প্রধানমন্ত্রী দ্বারা যে রামমন্দির নির্মানে ভূমি পূজন হতে চলছে সেই পূজোর জল যাচ্ছে হুগলী জেলার ত্রিবেনী ঘাঁট থেকে। এদিন হুগলি জেলা বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে এই মহৎ কর্মসূচীর আয়জন করে। ভোর ৪টে নাগাত ত্রিবেনী ঘাঁটে জরো হয় জেলার বিভীন্ন প্রান্তের কার্যকর্তারা উপস্তিত ছিলেন বিশ্বহিন্দু পরিষদের সম্পাদক বিপ্লব অধিকারী, সুশান্ত মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন Rss জেলা দাইত্ব প্রাপ্ত দুই প্রধান বীরেন পাল এবং আসিষ মন্ডল ও। সকলে মিলে ঘাঁট থেকে নৌকায় করে মাঝ গঙ্গায় গিয়ে তিনটি নদীর মিলন স্থল থেকে জল সংগ্রহ করে ঘাঁটে এসে পূজা অর্চানার মাধ্যমে জল নিয়ে রওনা দেয় কলকাতার বিশ্বহিন্দু পরিষদের মুখ্য কর্যালয়ে এবং সেখান থেকে আজই সকাল ৮টা নাগাত উত্তর প্রদেশের উদ্দেশ্যে জল নিয়ে রওনা দেবেন রাজ্য ও জেলার কার্যকর্তার।