এই মুহূর্তে জেলা

বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত।


ইসলামপুর , ২৩ জুলাই:- চোপড়া কান্ডে ধৃত বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত। ইসলামপুর মহকুমা আদালতের এসিজেএম কোর্টে বিচারক মহুয়া রায় বসু ১০ হাজার টাকার বিলবোর্ডে জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় বলেন, চোপড়ার কিশোরী খুনের ঘটনায় তাদের সুবিচারের জন্য একদিন দুদিন নয় একছর ধরেও জেল খাটতে রাজী আছেন তিনি। তাদের এই আন্দোলন চলবে বলে জানালেন তিনি। গত রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চতুরাগছ বসলামপুর এলাকায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামে বিজেপি। চোপড়ায় জাতীয় সড়ক অবরোধ সহ সরকারি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে সেদিন। আন্দোলনে শামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়।

চোপড়ায় এই অশান্তি তৈরির মদত দেওয়ার অভিযোগে গতকাল বুধবার রায়গঞ্জ থেকে রাজু বন্দোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। আজ তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে শর্তসাপেক্ষে তাঁর জামিন দেন বিচারক। জামিন পেয়েই বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় বলেন, এটা সত্যের জয়। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। ইসলামপুর মহকুমা আদালতকে ধন্যবাদ জানান রাজু বন্দোপাধ্যায়। রাজু বন্দোপাধ্যায় অভিযোগ করে বলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সমর্থন করাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বলেন চোপড়ার কিশোরী খুনের ঘটনার বিচার চাইতে আন্দোলন করতে গিয়ে একদিন বা দুদিন নয়, একবছর ধরে জেল খাটতে পারেন তিনি।