এই মুহূর্তে খেলাধুলা

ইউটার্ন মেহতাবের , ছাড়লেন রাজনীতি।

স্পোর্টস ডেস্ক , ২২ জুলাই:- বিজেপি যোগদানের ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় ফুটবলার মেহতাব হোসেন । এরআগে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করা ফুটবলার ষষ্ঠী দুলের সঙ্গে বিজেপির দলীয় কার্যালয়ে যান মেহতাব । সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে পতাকা তুলে দেন। তবে বুধবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট করেন মেহতাব। তিনি লিখেছেন , ”যে মানুষগুলো আমাকে মেহতাব করে তুলেছিল সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা। মনে হয়েছিল, রাজনীতিতে এলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌছতে পারব। সারা পৃথিবীর এই খারাপ সময়ে সামর্থ্য অনুযায়ী বহু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি , তবুও যেন একা পেরে উঠছিলাম না। চারিদিকে ওই অসহায় মুখগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। চারপাশের সংখ্যাটা রোজ বাড়ছে।” কিন্তু রাতারাতি সিদ্ধান্ত বদল করলেন তিনি। কারণ হিসেবে লিখেছেন, ‘যাদের পাশে দাঁড়ানোর জন্য আমার রাজনীতিতে আসা,

তারাই আমাকে অনুরোধ করে, আমি যেন রাজনীতিতে সরাসরি না যাই । মানে, কোথাও গিয়ে তাদের ভাবাবেগ যেন আমাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাইছে না। তাদের কাছে আমি এখনও ফুটবলার , মিডফিল্ড জেনারেল। ওদের ভালবাসাই আমাকে মেহতাব করে তুলেছিল। আমার পরিশ্রম আর স্বপ্নকে ওই মাঠে-ময়দানের মানুষগুলোই বাস্তবে পরিণত করেছিল । তাদের ওদের অনুরোধ আমাকে অনেক কিছু শিখিয়ে গেল। মনে হল , আমি যাদের জন্য রাজনীতিতে এলাম তারাই আমাকে এই বেশে দেখতে চাইছে না। তাহলে কিসের জন্য আমি নিজের সত্ত্বাটা বদলাতে চাইছি ?” মঙ্গলবারই ইস্ট-মোহনে দাপিয়ে খেলা মেহতাব হোসেন যোগ দেন বিজেপিতে। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও। অনেক দিন ধরেই সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার। সেই কারণেই তিনি রাজনীতির ময়দানকে বেছে নিলেন বলে জানিয়েছিলেন।