এই মুহূর্তে খেলাধুলা

 চলতি সপ্তাহেই আইপিএল নিয়ে বৈঠক।

 

স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ওই একই সময়ে আইপিএল আয়োজন করার ক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে আর কোনও বাধা রইল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলেই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। তার আগে এই ইস্যুতে বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।  বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষেই বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। ভিডিও কিংবা টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা অংশ নেবেন বলেও খবর।

করোনা ভাইরাসের আবহে ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। যদিও টুর্নামেন্ট যে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে, সে ব্যাপারে বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে। আইপিএলের ফাইনাল কবে হবে, তা ওই বৈঠকে ঠিক হবে বলে জানানো হয়েছে। সে অনুযায়ী পরবর্তী পরিকল্পনাও ওই বৈঠকে ছকে ফেলা হবে বলে খবর। করোনা ভাইরাসের আবহে ভারতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব, নাকি সৌদি আরবেই হবে টুর্নামেন্ট, তা গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হবে বলে মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা, তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।