এই মুহূর্তে খেলাধুলা

বলে লালা ব্যবহার করে বসলেন ডম সিবলে।

স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- করোনা পরবর্তী সময়ে ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। কিন্তু এবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থদিন ফিল্ডিংয়ের সময় ভুলবশত বলে লালা ব্যবহার করে বসলেন ইংরেজ ওপেনার ডম সিবলে। প্রথমবার এমন ভুল করায় সিবলে বা তাঁর দলকে কোনও শাস্তি বা পেনাল্টির মুখে পড়তে হয়নি। তবে করোনা পরবর্তীতে ক্রিকেট বল পালিশে লালা ব্যবহার আইসিসি নিষিদ্ধ করার পর, সিবলেই প্রথম ভুল করে শিরোনামে উঠে এলেন। চতুর্থদিন প্রথম সেশনের খেলা চলাকালীন ভুলটি করে বসেন করোনা পরবর্তী সময় ক্রিকেটে প্রথম শতরানকারী ব্যাটসম্যান ডম সিবলে। ডমিনিক বেস বোলিং করার জন্য রান-আপ নেওয়ার সময় বলে ভুল করে লালা মাখিয়ে বসেন ইংরেজ ওপেনার। বিষয়টি অন-ফিল্ড আম্পায়ারের কাছে গিয়ে নিজেই স্বীকার করেন সিবলে। সিবলের স্বীকারোক্তির পর পরবর্তী ওভার শুরু হওয়ার আগে আম্পায়ার মাইকেল গফ টিসু পেপার দিয়ে বলটি ঘষে সেটিকে জীবাণুমুক্ত করেন। যদিও এতে কোনওরকম শাস্তি হয়নি ইংল্যান্ড দলের।

আইসিসি’র নিয়মানুযায়ী এই একই ভুল এক ইনিংসে দু’বার করলে শাস্তিস্বরূপ বিপক্ষ দলের খাতায় পাঁচ রান যোগ হবে। উল্লেখ্য, অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি’র ক্রিকেট কমিটি করোনা পরবর্তী সময় বলে ঘাম ব্যাবহারে অনুমতি দিলেও লালা ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করেছিল।আইসিসি সেই প্রস্তাবকে স্বীকৃতি দেওয়ায় করোনা পরবর্তী সময় ক্রিকেটের নির্দেশিত গাইডলাইনে অন্যতম বড় বিষয় এই লালা ব্যবহারে নিষেধাজ্ঞা। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে আইসিসি ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য বায়ো-সিকিওর পরিবেশ তৈরির কথা বলেছে। সেই গাইডলাইন মেনেই অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ।