এই মুহূর্তে জেলা

হাওড়ায় কমল কন্টেনমেন্ট জোন । কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে তৎপর পুলিশ প্রশাসন।

হাওড়া ,২০ জুলাই:- কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির মধ্যেও হাওড়ায় উল্লেখযোগ্যভাবে কমল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। সপ্তাহের প্রথম দিনেই জেলা প্রশাসন নতুন কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেছে। সেখানে নতুন তালিকা অনুযায়ী জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৮৫ থেকে কমে ৮০ তে নেমে এলো । হাওড়া পুর এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২২ থেকে কমে ১৬ হয়েছে। কোনও কন্টেনমেন্ট জোনে ১০ দিনের মধ্যে নতুন করে কেউ সংক্রমিত না হলে সেই এলাকা আর কন্টেনমেন্ট জোনের অন্তর্ভুক্ত থাকে না।

হাওড়া পুর এলাকায় রয়েছে ১৬টি কণ্টেনমেণ্ট জোন। হাওড়া, ডোমজুড় , সাঁকরাইল থানায় ৪টি, গোলাবাড়ি ও মালিপাঁচঘড়ায় ৩টি করে, লিলুয়া, নিশ্চিন্দা ও ব্যাঁটরায় ২টি এবং জগাছা ও বোটানিক্যাল গার্ডেন থানায় একটি করে এলাকা কণ্টেনমেণ্ট জোনের আওতায় রয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেল ৫টা থেকে ওইসব এলাকায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হচ্ছে। আপাতত আগামী কয়েকদিন অবধি এই ব্যবস্থা চলবে। তবে এর মধ্যে কণ্টেনমেণ্ট জোনের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।