এই মুহূর্তে জেলা

চোপড়ার চতুরাগছ এলাকায় কিশোরীর মৃতদেহ উদ্ধারের অনতিদূরেই একটি পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ।

চোপড়া, ২০ জুলাই:- সোমবার সকালে চোপড়ার চতুরাগছ এলাকায় কিশোরীর মৃতদেহ উদ্ধারের অনতিদূরেই একটি পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়। উদ্ধার হওয়া মৃত যুবকের নাম ফিরোজ আলি। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে চোপড়ার ভৈষপিটা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মৃত যুবকের আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে গিয়েছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাহিদুল রহমান অভিযোগ করে বলেন,

গতকালের কিশোরী ও আজকের এই যুবক দুজনকেই খুন করেছে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। তবে আমরা এলাকায় দোকানপাট বন্ধ রাখতে বলেছি। জাতীয় সড়কে যানবাহন চলাচল চালু থাকবে। তৃনমূল নেতা জাহিদুল রহমান এও বলেন গতকাল কিশোরী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করেছে তাদের গ্রেফতারের দাবিও করছি আমরা। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করছি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অন্যান্য রাজ্যের মতো দাঙ্গা বাধানো চেষ্টা করছে কিন্তু এরাজ্যে আমরা কোনও দাঙ্গা করতে দেবনা।