এই মুহূর্তে খেলাধুলা

বাংলার ফুটবল এগিয়ে নিয়ে যেতে নয়া পরিকল্পনা আইএফএর ।

স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- বাংলায় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যে আনলক পরিস্থিতিতে প্রাক্তন ফুটবলারদের নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এবার জানা যাচ্ছে, জার্মান স্কুল অফ ফুটবল অ্যাকাডেমির সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চলেছে আইএফএ। কিছুদিন আগেই প্রাক্তন ফুটবলারদের সঙ্গে নিয়ে আইএফএ-র বৈঠকে ঠিক হয়েছিল বাংলায় স্ট্রাইকার অ্যাকাডেমিতে জোর দেওয়া হবে। ফেডারেশনের পক্ষ থেকে অক্টোবরে লিগ শুরুর ইঙ্গিত দেওয়া হলেও আদৌতে তা কতটা কার্যকর হবে জানা নেই। রাজ্যে কলকাতা লিগ শুরুর সম্ভাবনাও এখন বিশ বাঁও জলে।

এবার বুন্দেশলিগা ও নরওয়ের বেশ কিছু ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে বাংলায় স্ট্রাইকার অ্যাকাডেমির রূপরেখা এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে ইঙ্গিত। এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জার্মানির কনসোলেট জেনারেল ও ইন্দো-জার্মান চেম্বারের সঙ্গে দেখা করেন বলে জানা যাচ্ছে। সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের কাছ থেকে আরও জানা গিয়েছে, করোনা না হলে মার্চে বরুশিয়া ডর্টমুন্ড লেজেন্ড ও আইএফএ লেজেন্ডের মধ্যে ম্যাচ করানোর পরিকল্পনা করেছিল আইএফএ। করোনার কারণে সেই প্রীতি ম্যাচ সম্ভব হয়নি। নতুন সচিবের হাত ধরে বাংলায় ফুটবল নতুন পথ পাবে মনে করছে ফুটবলমহল।