হাওড়া , ১৮ জুলাই:- মৃত্যুর ৪৮ ঘন্টা পরে এলো করোনা রিপোর্ট। কিন্তু তার আগেই কোভিড সতর্কতা ছাড়াই দেহ সৎকার হয়ে যায়। এখন সৎকারের পর করোনা পজিটিভ রিপোর্ট আসায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মৃতের পরিবার প্রতিবেশীরা। সকলেই আতঙ্কে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। হাওড়ার জগাছা থানা এলাকার বকুলতলার বাসিন্দা ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে স্বাসকষ্টের কারণে গত বুধবার তার পরিবারের লোকজন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
এদিকে, হাসপাতাল কতৃপক্ষ সেদিনই পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার পর পাড়া প্রতিবেশী ও আত্মীয়রা তার দেহ সৎকারও করে দেন। এদিকে, ভর্তির সময়ে ওই বৃদ্ধেরও লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসার পর হাসপাতাল কতৃপক্ষ বৃদ্ধের বাড়িতে ফোন করে জানায় কোভিড পজিটিভের খবর। এরপর থেকেই সকলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী হোম কোয়ারেন্টিনে আছেন। কিন্তু প্রশ্ন হল সোয়াব টেস্টের রিপোর্ট আসার আগেই হাসপাতালের তরফ থেকে কেন দেহ তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুধু এটি নয়, একই ধরণের অভিযোগ উঠেছে বেলুড়ের পালবাগানেও।