স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাই:- প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের শুরুটাও হয় বৃষ্টি দিয়েই। তবে বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভালো শুরু ইংল্যান্ডের৷ প্রথম দিনের শেষে ৩ উইকেট খুইয়ে ২০৭ রান তুলল ইংরেজরা। দিনের শেষে ৮৬ রানে অপরাজিত ডম সিবলে এবং ৫৯ রানে ক্রিজে অপরাজিত বেন স্টোকস৷ দুর্দান্ত ছন্দে ক্যারিবিয়ান বোলিং অস্ত্রকে জবাব দিয়ে দলকে টানছেন দুই তারকা ব্যাটসম্যান। মেঘাচ্ছন্ন আকাশ দেখে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আবহাওয়ার পূর্ণ ফায়দা তোলার কথা হয়ত ভেবেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক৷
কিন্তু, প্রথম টেস্টে পরাজয়ের পর এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের শুরুতেই চাপের মুখে পড়তে চাননি ব্রিটিশ ব্যাটসম্যানরা৷ তাই প্রথম দশ ওভার ধরে খেলে ওপেনার জুটি রয় বার্নস ও ডম সিবলে ৷ লাঞ্চ বিরতির মুখে বার্নসকে তুলে নেন স্পিনার রস্টন চেজ৷ লাঞ্চ বিরতির পর আরও একটি উইকেট তুলে নেন চেজ৷ শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন জাক ক্রলে৷ ধরা পড়েন জেসন হোল্ডারের মুঠোয়৷ ইংল্যান্ড তখন ২৯ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। এরপরে অবশ্য ম্যাচের হাল ধরেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ যোগ্য সঙ্গত দেন সিবলে৷ তৃতীয় উইকেট ৫২ রান তোলে এই জুটি৷ ফের ঝটকা খায় ইংল্যান্ড৷ ব্যক্তিগত ২৩ রানে আউট হয়ে ফিরে যান অধিনায়ক রুট৷ ইংল্যান্ড তখন ৩ উইকেট খুইয়ে ৮১ ৷ এরপর ক্রিজে এসে সিবলে-কে সঙ্গে নিয়ে ত্রাতার ভূমিকায় দলকে এগিয়ে নিয়ে যান স্টোকস৷