এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে জেলার মধ্যে অন্যতম হিন্দমোটরের পিউস !বড়ো হয়ে ডাক্তার হয়ে করোনার মোকাবিলা করতে চায়।

হুগলি , ১৭ জুলাই:- পড়াশোনা শুরু করার পর থেকে জীবনের সব থেকে বড়ো পরীক্ষা মাধ্যমিক।সেই মাধ্যমিক পরীক্ষায় হুগলি জেলার মধ্যে অন্যতম হিন্দমোটর রবীন্দ্রনগরের পীউস সরকার৷উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্র পিউস সরকার তার প্রাপ্ত নম্বর 636৷ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, আগামীদিনে ভালো পড়াশোনা করে ডাক্তার হতে চায়।করোনা রোগের মোকাবিলা করতে চাই।ভবিষ্যতে যেনো চিকিৎসা না পেয়ে কোনো মা,বাবা,ভাই,বোন কষ্ট না পাই তাঁর জন্য আমার ডাক্তার হওয়ার স্বপ্ন।পরীক্ষার ফল নিয়ে কী আশা ছিল তার ?পিউস বলে, ‘‘এত ভালো ফল হবে তা নিজেও আশা করিনি ৷ খুবই আনন্দের বিষয় ৷ সারা বছর মন দিয়ে পড়াশোনা করে প্রজেক্ট ও পরীক্ষা দিয়েছি । স্কুল শেষে বাড়িতে 10 ঘণ্টা পড়াশোনা করতাম । পরিশ্রমের ফল পেয়েছি, এতেই খুশি আমি ৷

’পিউস বলে অবসর সময়ে গল্পের বই পড়তে ও গান শুনতে ভালো লাগে।ফেলুদা ও কাকাবাবুর মতো গোয়েন্দা গল্প পড়তে বেশি ভালো লাগে । কোরোনা সংক্রমণ কতটা প্রভাব ফেলেছে ?পিউস বলে, ‘‘ কোরোনা সংক্রমণের জন্য পড়াশোনা নিয়ে যথেষ্ট চিন্তায় আছি । কারণ অন্য স্কুলে ভরতি ও পড়াশোনার বিষয়টা হয়তো পুরোটাই অনলাইনে হবে । কী পরিস্থিতি হবে, তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয় । তবে আশা করছি দ্রুত কোরোনা সংক্রমণ থেকে আমরা রেহাই পাব ।পিউসের বাবা বলেন, “প্রথম থেকেই পিউস বলেছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ৷ আর্টস নিয়ে পড়তে চায় না। সেইমতোই ওকে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে দিই ৷ আমি ওকে জোর করিনি । আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলে যাতে ভালো ফল করে। যাতে সরাসরি যেকোনো স্কুলে ভরতি হতে পারে, সেই কথাই সবসময় বলতাম । কথামতোই নম্বর পেয়ে আমাদের মুখ রেখেছে, এতে আমি খুব খুশি।ও ফুটবল খেলতে খুব ভালো বাসে।