স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করিম বেনজামার জোড়া গোলে ভিলারিয়ালকে হারিয়ে টানা দশম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে জিতে নিল ২০১৯-২০ মরসুমের লা লিগার শিরোপা। লা-লিগার নতুন রাজা রূপে নিজেদের প্রমাণ করল রিয়াল। নিজেদের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে। সেই চেষ্টায় সফলও হয় তারা। কয়েকবার বল নিয়ে বিপজ্জনক ভাবে ভিলারিয়ালের বক্সে পৌঁছেও গিয়েছিল রিয়াল তারকারা। তেমনই একটি মুহূর্ত আসে ১৪ মিনিটের সময়। ক্যাসমিরোর পাস থেকে বল পান বেনজামা। কিন্তু তার শট পোস্টের ঘা ঘেঁসে বেড়িয়ে যায়। রিয়াল মাদ্রিদের সেরা একটি সুযোগ এসেছিল। লুকা মড্রিচের দুরপাল্লার বুলেট গতির শট ধেয়ে আসছিল ভিলারিয়ালের গোলপোস্টের দিকে। তবে প্রতিপক্ষের গোলকিপার ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় রক্ষা করেছিলেন। কিন্তু ম্যাচের ৩০ মিনিটের সময় আর রক্ষা হয়নি। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে মড্রিচকে দেন ক্যাসমিরো। লুকা মড্রিচের পাস থেকে করিম বেনজামার শটে বল গিয়ে আশ্রয় নেয় ভিলারিয়ালের জালে।
ফলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতি পর্যন্ত এই লিড ধরে রাখে রিয়াল মাদ্রিদ। বিরতির পরও খেলায় প্রভাব বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তারমধ্যেই ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকে আবার দুর্দান্ত এক কাজ করে রামোস ও বেনজামা। রামোস পেনাল্টি নিতে আসেন। কিন্তু তিনি বলে হালকা টাচ করেন। বেনজামা এসে শটে গোল করেন। কিন্তু ভিলারিয়ালের খেলোয়াড়রা এসে প্রতিবাদ জানালে পুনরায় পেনাল্টি নিতে হয় রিয়ালকে। এবার শট নিতে আসেন বেনজামা নিজেই এবং সেই পেনাল্টি থেকে গোল করেন বেনজামা। দুই গোল হজম করে ম্যাচের ৮৪ মিনিটে একটি গোল পরিশোধ করে ভিলারিয়াল তারকা জেরার্ড মরেনো। অসাধারণ এক হেডে গোলটি করেন তিনি। রিয়াল গোলকিপার কর্তোয়ার কিছুই করার ছিল না। কিন্তু বাকি সময়ে আর কোন দল গোল না পেলে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় লাভ করে। আর এই জয়ে ৩৪তম লিগ শিরোপা ঘরে তুলে মাদ্রিদিস্তারা।