এই মুহূর্তে জেলা

রিষড়ায় চারশোর খাসিতে মুরগিও ফ্রী , প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ গলা কাটছে ছাগলের।


হুগলি , ১২ জুলাই:- ৪০০ টাকায় ১ কেজি খাসি, সঙ্গে আবার ৪০০গ্রাম মুরগি ফ্রী !! কি ভাবছেন , লকডাউনের বাজারে এটা সম্ভব নাকি ? লকডাউন কেনো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এটা কোনদিনই সম্ভব নয় ! কিন্তু নিজের খাসির মাংসের দোকানে এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেদার ক্রেতা টানছেন রিষড়ার একটি খাসির মাংসের দোকান। দোকান মালিক যুগনু কুরেশির দাবী লকডাউনে প্রায় সাড়ে তিন লাখ টাকার খাসি তাঁর গোডাউনে জমে গেছে। প্রানীগুলির বয়সও বেড়ে যাচ্ছে। তাই ন্যুনতম মূলধন তুলতে লোকসান করে কম পয়সায় খাসির মাংস বিক্রি করছেন। ক্রেতা টানতে সঙ্গে আবার ৪০০ গ্রাম করে মুরগির মাংস ফ্রি দিচ্ছেন। তবে যাই হোক রিষড়ার অন্যান্য খাসির মাংসের দোকানদারদের মুখে কিন্তু অন্য কথা। তাঁরা বলছেন ৭০০ টাকার জায়গায় ১০ কিংবা ২০টাকা কম হতে পারে। এত কম কোনদিনই সম্ভব নয়। উনি বেআইনিভাবে ছাগলের মাংস বিক্রি করছেন। একই কথা অনেক ক্রেতাদেরও। যাদের দাবী মেনে সামনে মাংস কাটা হয়নি তাঁরা ৪০০ ছেড়ে ৭০০ দিকেই হেঁটেছেন।